দশম এবং দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের জন্য মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এই ধরনের পিটিশন ছাত্রছাত্রীদের মিথ্যা আশা দেওয়া ছাড়া কিছু নয়।
আরও পড়ুন : Municipal Election 2022: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী
সিবিএসই (CBSE) , আইসিএসই (UCSE), এনআইওএস (NIOS) ছাড়াও সমস্ত রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাগুলি যাতে অফলাইনে না হয় তার জন্য পিটিশন করা হয়েছিল। বিচারপতি এএম খানউইলকর, দীনেশ মহেশ্বরী এবং সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, কর্তৃপক্ষ ইতিমধ্যে পরীক্ষার তারিখ এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য ব্যবস্থা চূড়ান্ত করার জন্য কাজ শুরু করে দিয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর আপাতত CBSE দশম এবং দ্বাদশ শ্রেণীর টার্ম -২ বোর্ড পরীক্ষা হবে অফলাইনে। বেশ কিছু দিন আগেই বোর্ডের পক্ষ থেকে ২৬ শে এপ্রিল থেকে পরীক্ষা হওয়ার ঘোষণা করা হয়।