মহিলারা কোনও ছাড় চান না বরং সমান সুবিধা দাবি করেন। RG কর কাণ্ডের শুনানিতে মঙ্গলবার এই পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। সেই কারণে রাতে মহিলাদের কাজ করা নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি পরিবর্তন করারও নির্দেশ দেন প্রধান বিচারপতি।
কী বললেন প্রধান বিচারপতি?
এই নির্দেশিকা শোনার পরই বিচারপতি প্রশ্ন তোলেন এটা কীভাবে সম্ভব? তিনি বলেন, "মহিলারা কোনও ছাড় দাবি করেন না বরং তাঁরা চান সমান সুযোগ। মহিলা চিকিৎসকরা সব পরিস্থিতিতে কাজ করতে আগ্রহী থাকেন। এবং তাঁদের সব পরিস্থিতি কাজ করাই উচিত। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অবিলম্বে সংশোধন করতেই হবে। আপনারা বলতে পারেন না মহিলারা ১২ ঘণ্টার বেশি কাজ করবেন না। এমনকি রাতেও কাজ করবে না এটা বলতে পারেন না। সেনাকর্মী সহ অনেক মহিলাই রাতে কাজ করেন।" শুনানিতে তিনি আরও জানিয়েছেন, একজন পুরুষ যদি রাতে কাজ করতে পারে তাহলে একজন মহিলাও রাতে কাজ করতে পারেন। পুরুষ এবং মহিলার মধ্যে কোনও বিভেদ নেই।
রাতে মহিলাদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট কম রাখার চেষ্টা করা হবে। সম্ভব হলে, মহিলাদের নাইট ডিউটি দেওয়াই হবে না। যদিও মঙ্গলবারের শুনানিতে রাজ্যের এই নির্দেশের কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
কী ছিল নবান্নের নির্দেশিকায়?
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সর্বত্র ক্ষোভ পুঞ্জীভূত হওয়ার মাঝেই নবান্নে নারী নিরাপত্তার বিষয়ে একটি বৈঠক হয়। রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তার ব্যাপারটি আঁটোসাঁটো করতেই এই পদক্ষেপ করা হয়েছিল। যে সব মহিলারা নাইট ডিউটি করেন তাঁদের নিরাপত্তায় আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। মোবাইল অ্যাপ চালু সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই নির্দেশিকাতেই জানানো হয়েছিল, মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট কম রাখার চেষ্টা করা হবে। সম্ভব হলে, মহিলাদের নাইট ডিউটি দেওয়াই হবে না।