কোভিড পরবর্তী (Covid period) সময়টিতে সমাজের প্রায় সবক্ষেত্রের মানুষই কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক সেই ক্ষতির পরিমাণ হিসেব করতে বসলে অনেক সময়েই কূল পাওয়া যায় না। তবে, সবথেকে বেশি ক্ষতি যে হয়ে গিয়েছে স্কুল পড়ুয়াদের (School students), তা নিয়ে একমত প্রায় সব বিশেষজ্ঞরাই। তবে আশা দেখিয়েছে মুম্বই। গত ২৪ জানুয়ারি থেকে খুলেছে শহরের স্কুলগুলি। সেই পথেই এবার হাঁটতে চলেছে মহারাষ্ট্রের (School reopening in Maharashtra) আর এক শহর পুণে। এখানে স্কুল খুলছে ১ ফেব্রুয়ারি থেকে। এমনকী, এই একইদিনে স্কুল খুলছে রাজস্থানেও।
১ ফেব্রুয়ারি থেকে আবার চালু হবে স্কুল (School Reopening), জানিয়েছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)৷ পাশাপাশি বিদ্যালয়েই নবম ও তার পরবর্তী শ্রেণির (১৫ বছরের বেশি বয়সী) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কোভিড বিধি মেনে স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকারও।
মুম্বইতে ইতিমধ্যেই স্কুল চালু হয়ে গিয়েছে। তবে, পড়ুয়াদের উপস্থিতির হার সেখানে ৫০ শতাংশ মতো। যা থেকে ওয়াকিবহালমহলের ধারণা, এখনও অনলাইন ক্লাস করার প্রবণতাই বেশি। প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে শিশুদের মৌলিক বিকাশ কমেছে৷ হ্রাস পেয়েছে শিশুদের গাণিতিক মেধাও। আগামী সোমবার থেকে রাতের কার্ফু তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার। ওই দিন থেকেই স্কুল খোলার কথা রাজ্যে।
ভিন রাজ্যের পাশাপাশি বাংলাতেও ধাপে ধাপে স্কুল খোলার ব্যাপারে ইঙ্গিত মিলেছে। দিন কয়েক আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির মতও চাওয়া হয়েছে।