ফের বিমান বিভ্রাট। এবার অভিযোগ অমৃতসর থেকে সিঙ্গাপুরগামী একটি স্কুট এয়ারলাইনস ৩৫ জন যাত্রীকে বিমানবন্দরে রেখেই উড়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফ্লাইটটি ১৮ জানুয়ারি সন্ধে বেলায় ৭.৫৫ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল, বদলে বিমানটি দুপুর ৩ টের সময়ই বিমানবন্দর ছাড়ে। এর জেরেই ৩৫ জন যাত্রী ফ্লাইটটি মিস করে যান।
Saigal Hossain: তিহার জেলে গিয়ে জেরা করবে সিবিআই, সায়গল হোসেনের জামিনের আর্জি খারিজ আদালতের
এদিকে ইন্ডিয়া টু’ডে সূত্রে খবর, এয়ারলাইনটি দাবি করেছে যে যাত্রীদের ইমেলের মাধ্যমে সময় পরিবর্তন সম্পর্কে জানানো হয়েছিল। সম্প্রতি, বেঙ্গালুরু-টু-দিল্লি গো ফার্স্ট ফ্লাইট ৫৫ জন যাত্রীকে ফেলে রেখেই টেকঅফ করেছিল।