ক্রিকেট খেলার সময় আউট হয়ে যাওয়ার রাগে এক ১৪ বছরের কিশোরকে কুপিয়ে মারল ১৭ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বোল্ড হয়ে যাওয়ার পরেও ক্রিজ না ছাড়ায় বোলার ও ব্যাটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, এরপর মূল অভিযুক্ত তার ভাইকে ডেকে আনে। তারপর দুজনে মিলে পেটাতে থাকে ১৪ বছর বয়সী কিশোরকে। পুলিশ জানিয়েছি, মাঠে ফেলে দুই ভাই কুপিয়ে মারে ওই কিশোরকে।
বাকি খেলার সঙ্গীরা বাড়ির লোকদের খবর দেওয়ার পর ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত ও তার ভাই পলাতক। পুলিশ ওই দুজনকে খুঁজছে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত কিশোরের পিসিকে তিন বছর আগে হত্যা করার অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বাড়ির লোকের বিরুদ্ধে।