ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি করেননি । রাগে আমলা স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতার নাম নিশা নাপিত । ইতিমধ্যেই অভিযুক্ত মণীশ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ । খুনের পর তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । মধ্যপ্রদেশের ঘটনা ।
জানা গিয়েছে, দিন্দোরি জেলার শাহপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছিলেন নিশা । পুলিশ সূত্রে খবর, নিশা তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট, সার্ভিস বুকে মণীশকে নমিনি করেননি । আর তাতেই চটে গিয়ে মণীশ তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করেন বলে অভিযোগ । এমনকী, তথ্য প্রমাণ লোপাটের জন্য নিশার রক্তমাখা জামাকাপড় কেচে ফেলেন মণীশ । ঘটনার একদিন পর নিশাকে হাসপাতালেও নিয়ে যান মণীশ । চিকিৎসকরা নিশাকে মৃত বলে ঘোষণা করেন ।
এদিকে, নিশার বোন নিলীমা মণীশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন । নীলিমার দাবি, টাকার জন্য তাঁর দিদিকে অত্যাচার করতেন মণীশ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । মণীশ দাবি করেন, নিশার কিডনির সমস্যা ছিল । উপোসের জন্য রক্তবমি হচ্ছিল শনিবার । পরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে । রবিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সে নিশাকে হাসপাতালে নিয়ে যায় বলে দাবি করে । কিন্তু, নিশার বোনের দাবি, তাঁর দিদির কোনও শারীরিক সমস্যা ছিল না ।