যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৩৫ জন ভারতীয় । শুক্রবার রাতেই তেল আভিভ থেকে 'অপারেশন অজয়'-এর দ্বিতীয় বিমান ভারতের উদ্দেশে রওনা দেয় । শনিবার সকালে দিল্লি নামে বিমানটি । ইজরায়েল ফেরৎ ভারতীয়দের স্বাগত জানাতে এয়ারপোর্টে বিদেশমন্ত্রকের তরফে উপস্থিত ছিলেন রাজকুমার রঞ্জন সিং ।
দ্বিতীয় বিমানের কথা জানিয়ে এক্স মাধ্যমে ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুস্থ ও নিরাপদেই দেশে ফিরিয়ে আনা হয়েছে ওই দুই শিশু-সহ ২৩৫ জন ভারতীয়কে । 'অপারেশন অজয়'-এর অধীনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের ।
এর আগে বৃহস্পতিবার রাতে ইজরায়েল থেকে প্রথম বিমান ছাড়ে ভারতের উদ্দেশে । ওই বিমানে ছিলেন এক শিশু-সহ ২১১ জন ভারতীয় । শুক্রবার সকালেই প্রথম দফার বিমান দিল্লিতে পৌঁছয় । এদিন দ্বিতীয় বিমানটিও ল্যান্ড করল দিল্লিতে ।