একই দিনে আরও একটি স্পাইসজেট বিমানের (Spicejet Aircraft) জরুরি অবতরণ। এবার মাঝআকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল। গুজরাত থেকে মহারাষ্ট্রগামী বিমানের উইন্ডশিল্ডে ফাটল (Wind Shield Crack) ধরে। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
মঙ্গলবার দুপুরে যান্ত্রিক গোলযোগের জন্য দুবাইগামী একটি স্পাইসজেট বিমান করাচিতে জরুরি অবতরণ করে। বিকেল ফের আরও একটি স্পাইস জেটের বিমান টেকনিক্যাল সমস্যার জন্য জরুরি অবতরণ করে। এই সংস্থার বিমানে এর আগে একই দিনে তিনবার দুর্ঘটনার রেকর্ডও আছে। যার ফলে স্পাইসজেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ফের মাঝ আকাশে বিপত্তি, করাচিতে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
মঙ্গলবার গুজরাতের কান্ডালা থেকে মুম্বইয়ের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। কয়েকঘণ্টার মধ্যেই মাঝ আকাশে বিমানচালকের সামনের কাচে ফাটল ধরে। ভিতরের আবরণটিতে চিড় ধরলে বায়ু ঢুকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু তার আগেই বিমানটির জরুরি অবতরণ করানো হয়।