JNU এর পর এবার দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University), রাজধানীর আরও এক শিক্ষা প্রতিষ্ঠান এবার ফের রণক্ষেত্র। ভীম আর্মি স্টুডেন্টস ফেডারেশনের তরফে ক্যাম্পাসের অন্দরে বিকেল ৪ টে থেকে প্রদর্শনের আয়োজন করা হয়েছিল BBC এর তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এর। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা রুখতে মরিয়া হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তথ্যচিত্রের প্রদর্শন শুরু হওয়ার আগেই পুলিশ ঢুকে যায় ক্যাম্পাসে, জারি করা হয় ১৪৪ ধারা। বলপূর্বক পড়ুয়াদের জমায়েত ভাঙার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। কিছু পড়ুয়াদের আটক করা হয়, চলে লাঠিচার্জও।
উল্লেখ্য, দু-দশক আগে গুজরাতে হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র (BBC Documentory) নিয়ে তোলপাড় চলছে সারা দেশ জুড়েই। এই তথ্যচিত্র নিয়ে গোটা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। এরপরই এসএফআই সিদ্ধান্ত নেয়, দেশের বিভিন্ন ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানো হবে। এর আগে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো নিয়ে ধুন্ধুমার হয়েছিল। এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হয় বিবিসির এই তথ্যচিত্র।