নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ছত্তীশগঢ়ের বিজাপুরে। তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ দল এবং মাওবাদী বিরোধী বাহিনী ওই অভিযান চালিয়েছে।
কী হয়েছে?
সূত্রের খবর, জঙ্গলের ভিতর মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। সেসময় অতর্কিতে আক্রমণ চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় দু-পক্ষের গুলির লড়াই। সেই সময় মৃত্যু হয় তিন মাওবাদীর।
এর আগেও একবার সংঘর্ষ হয়। সেসময় এনকাউন্টারে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়। সেসময় নিহতদের মধ্যে তিনজন মহিলাও ছিলেন। তারপর বিজপুরের জঙ্গলে নতুন করে এনকাউন্টার হল।