ইজরায়েল-প্যালেস্টাইনের রক্তক্ষয়ী সংঘর্ষের আঁচ কি ভারতে পড়বে ? দুই দেশের যুদ্ধের আবহে এবার নয়া দিল্লির ইজরায়েলি দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হল । দূতাবাসে হামলার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশ সূত্রে খবর, ইজরায়েলি দূতাবাসের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে । চাঁদনি চকের ইজরায়েলি দূতাবাসে ও ইজরায়েলের (Israel) রাষ্ট্রদূত নাওর গিলনের সরকারি বাসভবন এই মুহূর্তে ঘিরে রয়েছে পুলিশ । নয়া দিল্লির পাহাড়গঞ্জ এলাকার ইহুদি ধর্মীয়স্থল হিসেবে পরিচিত চাবাদ হাউসেও একই ছবি । কড়া নজরদারি চলছে সেখানে ।