রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে (Russian President Vladimir Putin) নিয়ে বিতর্কিত মন্তব্য আমেরিকান সেনেটার (US Senator) লিন্ডসে গ্রাহামের। তাঁর দাবি, প্রকাশ্যে হত্যা করা উচিত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে গ্রাহাম বলেন, "এর শেষ কীভাবে হবে! রাশিয়ার কাউকেই এর দায়িত্ব নেওয়া উচিত। সরিয়ে দেওয়া উচিত তাকে।" এরপর টুইটেও নিজের সেই বক্তব্যকে সমর্থন করেছেন। সেখানে তিনি লেখেন, "রাশিয়ান মানুষরাই বিষয়টি মেটাতে পারে।"
আরও পড়ুন: 'আমরা যদি আর না থাকি...' দেখুন যুদ্ধ নিয়ে কী বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট
নয়দিন কেটে গেলেও ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির আঁচ কমেনি। শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন বড় শহরে বোমাবর্ষণ করেছে রাশিয়া।