সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিলকিস বানো। ২০০২ গণধর্ষণের ঘটনায় অপরাধীদের জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানান। শনিবার সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত।
বিলকিসের ধর্ষকদের সাজার মেয়াদ শেষের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়। রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। বিলকিসের আইনজীবী শোভা দাবি করেন, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। শনিবার সেই আর্জি খারিজ করে দেয় আদালত।
আরও পড়ুন: নবান্ন সভাঘরে পাশাপাশি শাহ-মমতা, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু
বিজেপি শাসিত গুজরাত সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে। এর পরই ১১ জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় শীর্ষ আদালত। এ নিয়ে শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগে ১১ জন ধর্ষক ও খুনিকে ছাড়া হল, এ নিয়ে বিতর্ক বাধে।