ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়।
কীভাবে দুর্ঘটনা ঘটল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে বাসটি যাচ্ছিল। প্রায় ৬০ জন যাত্রী ছিল বাসে। তাঁরা প্রত্যেকেই মথুরা-বৃন্দাবন থেকে ফিরছিলেন। হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল ঢোকার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের।
দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁরা আম্বালা ক্যান্টনমেন্ট সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিষয়ে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জিতেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, চালক হঠাৎ নিদ্রাচ্ছন্ন হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।