নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানে (Plane crashed in Nepal) কি বিহারের (Bihar) সাত বাসিন্দা ছিলেন? রবিবার নেপালে একটি বিমান ভেঙে পড়ার পরেই খোঁজ নেই বিহারের সাত বাসিন্দার। তাঁরা অভিশপ্ত বিমানটিতে ছিলেন বলে নিখোঁজদের পরিবারের দাবি।
বিহারের ধনুশার এলাকার বাসিন্দা রাজনকুমার গোলে ও তাঁর পরিবার নেপালে মুক্তিনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। পরিবারের দাবি,পোখারা থেকে বিমানে উঠেছিলেন রাজনকুমার গোলে, তাঁর বাবা বাহাদুর গোলে, মা রামায়া গোলে, কাকা পুরুষোত্তম গোলে, কাকিমা তুলসিদেবী, মামা মকর বাহাদুর এবং সুকুমায়া তমাল। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রাজনকুমারবাবুর পরিবার।
Mamata Banerjee slams purulia DM : পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক, জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর
যদিও রবিবার নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে যাত্রীদের মধ্যে চার জন ভারতীয় ছিলেন এবং তাঁরা সকলে মুম্বইয়ের বাসিন্দা। তাই রাজনকুমার গোলে ও তাঁর পরিবার আদৌ সেই বিমানে উঠেছিলেন কি না তা স্পষ্ট নয়। যদিও তাঁর পরিবারের অন্য সদস্যদের দাবি, রাজনকুমাররা মুক্তিনাথ মন্দিরে যাওয়ার জন্য রবিবার পোখরা থেকে বিমানে চেপেছিলেন।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টা নাগাদ পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়। পরে্ বিমানটির ধ্বংসাবশেষ মেলে নেপালের মুস্তাঙ্গ। যদিও এলাকাটি দুর্গম হওয়ায় এবং আবহাওয়া খারাপ থাকায় রবিবার উদ্ধারকাজ শুরু করা যায়নি। সোমবার সকাল থেকে নেপালের সেনা উদ্ধারকাজ শুরু করেছে।