অগ্নিপথ বিতর্কে(Agneepath agitation) দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চলছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। কিন্তু এই বিক্ষোভ কী স্বতঃস্ফূর্ত? নাকি এর পেছনে রয়েছে পাকা মাথার উস্কানি? গত কয়েক দিনের অশান্তির ঘটনায় এই প্রশ্নই উঠেছে তদন্তকারীদের মনে। তারপর থেকেই পুলিশি তদন্তের আতসকাচের তলায় বিহার(Bihar clash), অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh clash) ও তেলঙ্গানার বেশ কিছু কোচিং সেন্টার। অন্ধ্র থেকে গ্রেফতার এক ‘মূলচক্রী’।
জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত হাবিলদার আবুলা সুব্বা রাও বেশ কিছু কোচিং সেন্টার চালান। অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে(Agneepath violent protest) ইন্ধন জোগানোর অভিযোগে উঠেছে তাঁর বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত ওই হাবিলদার অশান্তি পাকানোর ‘মূলচক্রী’ বলে মনে করছেন তদন্তকারীরা। সেকেন্দরাবাদ স্টেশনে(Secunderabad Station) খণ্ডযুদ্ধের সময় ৪৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সে সময়ই তাঁকে পাকড়াও করা হয়।
আরও পড়ুন- Agnipath Rail Followup : অগ্নিপথের আগুন পুড়ল রেলের ৭০০ কোটি, আরও বাড়বে পরিমাণ, দাবি রেলমন্ত্রকের
অন্যদিকে, অগ্নিপথ বিক্ষোভে গত চার দিন ধরে জ্বলছে বিহার(Agneepath agitation in Bihar)। ট্রেন, বাসে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর হামলা, থানায় ভাঙচুরের অভিযোগে চার দিনে ১৪০টি এফআইআর(FIR against protesters) দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭২৫ জন বিক্ষোভকারীকে। গত চার দিন ধরে রাজধানী পটনা, আরা, সমস্তিপুর, মুঙ্গের, জেহানাবাদ, ছপরা-সহ ১৫টি জেলায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে অগ্নিপথ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ(Agitation footages) সংগ্রহ করে ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।