রামনবমীর পুজো দিতে গিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োয় পড়ে গেলেন কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার ইন্দোরের প্যাটেল নগরে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও উদ্ধারকারী দল। ইতিমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, ইন্দোরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমীর পুজো দিতে যান বহু পুন্যার্থী। ভিড়ের চাপে কংক্রিটের স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে যান প্রায় ২৫ জন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ভানাড়ওয়ারকুয়ান পুলিশ। উদ্ধারকারী দলও কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে খবর, মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে পরিত্যক্ত একটি কুয়ো আছে। কংক্রিট দিয়ে কুয়োর মুখ বন্ধ থাকে। কুয়োর স্ল্যাবের উপর একসঙ্গে অনেক পুন্যার্থী ভিড় করেন। সেই চাপেই কংক্রিট ভেঙে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে রাখা হয়েছে অ্য়াম্বুলেন্সও।