রেলস্টেশনের ওভারব্রিজের একাংশ ভেঙে জখম একাধিক যাত্রী। সন্ধে পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের চন্দ্রপুরে। ওই সময় কোনও ট্রেন ছিল না লাইনে। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এনডিটিভি সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি সিভিল স্টেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।
রবিবার হওয়ায় স্টেশনে তেমন ভিড় ছিল না। ব্যস্ত সময়ে ঘটলে আরও বিপদ ঘটতে পারত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দ হয়। তারপরই হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুর একাংশ। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে দমকল যায়। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনিও। উদ্ধার করা হয় যাত্রীদের। আরও কেউ আটকে আছে কিনা, তল্লাশি চলছে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। এই সেতু ৬০ ফিট উঁচু। ব্রিজের অবস্থায় ভালো নেই। ১ নম্বর ও ৪ নম্বর প্ল্যাটফর্মে যেতে এই ওভারব্রিজটি ব্যবহার করা হয়।