১ জুলাই থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। রেশন, গ্যাস, ব্যাঙ্ক-সহ একাধিক বিষয়ে জনজীবনে সরাসরি প্রভাব পড়তে পারে। কী কী বদল হতে পারে!
রান্নার গ্যাস
তেল ও গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থা মাসের প্রথম দিন দাম পরিবর্তন করে। ১ জুলাই রান্নার গ্যাসের নতুন দাম বাড়তে পারে। গত দুমাস বাণিজ্যিক গ্যাসের দামে ছাড় দেওয়া হয়েছে। এই মাসে ১৪ কিলো রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
HDFC ব্যাঙ্কের সংযুক্তিকরণ
১ জুলাই HDFC ব্যাঙ্কের সঙ্গে আর্থিক সংস্থা HDFC-এর সংযুক্তিকরণ হচ্ছে। যার ফলে ব্যাঙ্কের প্রতি শাখায় HDFC সংস্থার সুবিধা এবার থেকে পাওয়া যাবে। লোন, ব্যাঙ্কিং ছাড়াও অন্য সুবিধাও পাওয়া যাবে। এই সংযুক্তিকরণের পর ব্যাঙ্কের নিয়মেও কিছু বদল আসতে পারে।
RBI ফ্লোটিং রেট সেভিং বন্ডস
ফিক্সড ডিপোজিটের জন্য আরবিআই প্রত্যেক ব্যাঙ্ককে ব্যাজ দেয়। সময় অনুযায়ী এই ব্যাজ বা ফিক্সড ডিপোজিটের শতাংশ পরিবর্তন হয়। বর্তমানে ফ্লোটিং রেট ৭.৩৫ শতাংশ। জুলাইতে তা বেড়ে দাঁড়াতে পারে ৮.০৫ শতাংশ।
জুতোর মান নিয়ে নির্দেশিকা
এবার জুতো নিয়ে নির্দেশিকা দিতে পারে কেন্দ্র। চামড়াজাত দ্রব্য জুতো নিয়ে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে সংস্থাগুলিকে। অর্থাৎ খারাপ মানের চামড়ার জুতো দেওয়া যাবে না।