আগামী শনিবার, ১৭ জুন ২৪ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। উড়িষ্যার বাহানগা বাজার স্টেশনে মেরামতির কাজের জন্যেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। গত ২ জুন ওই স্টেশনের কাছেই করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছিল।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার বালেশ্বর-ভুবনেশ্বর মেমু স্পেশাল, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-তিরুপতি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস সহ ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।
খড়গপুর-ভদ্রক মেমু স্পেশাল আপ এবং ডাউনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।