গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির বানানো তথ্যচিত্র দেখানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এবার দেশজুড়ে সেই তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নিল বাম ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের ছাত্র ফেডারেশন। ইতিমধ্যে এই ছাত্র সংগঠনের সমস্ত ইউনিটকে তথ্যচিত্রটি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বাম ছাত্র সংগঠনটির দাবি, বিবিসির তৈরি তথ্যচিত্রের প্রথম দুটি ভাগে ‘ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চেন’-এ ২০০২ সালে গুজরাট দাঙ্গার কথা তুলে ধরা হয়েছে। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুমিকা কী ছিল তা তুলে ধরা হয়েছে ওই তথ্যচিত্রে। উল্লেখ্য, গুজরাট দাঙ্গায় বহু সংখ্যালঘু মানুষের প্রাণ যায়। এর পাশাপাশি সংক্লহ্যাগুরুদের অত্যাচারে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান প্রচুর মানুষ। অভিযোগ, তৎকালীন বিজেপি সরকারের মদতেই সংখ্যাগুরুরা ব্যাপক অত্যাচার চালায় সংখ্যালঘু মানুষদের উপর।
উল্লেখ্য, শনিবার টুইটার এবং ইউটিউবকে কেন্দ্র এক নির্দেশিকা মারফত জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির সম্প্রচারিত তথ্যচিত্রের কোনও টুইট বা কোনও অংশ প্রচার করা যাবে না। ইতিমধ্যেই ওই দুই সংস্থাকে বিবিসির প্রচার করা করা তথ্যচিত্রের প্রথম অংশ বাদ দিতে বলা হয়েছে।