রাইসিনায় কিং খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে শাহরুখ খান। তাঁর সঙ্গেই দেখা গেল বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। গরদের শাড়িতে রবিবার এক অন্যরূপে মান্ডি থেকে সদ্য নির্বাচিত সাংসদ ও বলিউড কুইন কঙ্গনা রানাউত। দিল্লিতে মোদীর শপথ অনুষ্ঠানে দেখা গেল সুপারস্টার রজনীকান্ত এবং মুকেশ আম্বানিকে।
এদিন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে হাজির বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজির মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু-সহ সাত রাষ্ট্রপ্রধান। হাজির কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাইসিনার উঠোনে বিশাল মঞ্চে শপথ নিলেন নরেন্দ্র মোদী।
এদিন সকাল থেকেই এই শপথ অনুষ্ঠান নিয়ে টানটান ছিল দিল্লি। একযুগ পর দিল্লির মসনদে ফিরল জোট সরকার। ২৯২ আসন নিয়ে সরকার তৈরি করল এনডিএ। যার নেতা নরেন্দ্র মোদী।