ভাঙা যত সহজ, জোড়া ততোটা নয়। তবু রবিবার ছিল এক আশ্চর্য দিন। শোক ছিল দিনভর। আবার ছিল বেঁধে বেঁধে থাকার দিন। সুরসম্রাজ্ঞীর শেষযাত্রায় মানুষের ঢল নেমেছিল রাস্তায়। সেখানেই তৈরি হল মনে রাখার মতো একটা ফ্রেম।
ফুল দিয়ে কিংবদন্তি শিল্পীকে শেষ বিদায় জানালেন শাহরুখ খান (Shahrukh Khan)। সদ্য প্রয়াতের আত্মার শান্তি কামনায় দোয়া করলেন। পাশেই ছিলেন শাহরুখের ম্যানেজার পুজা দাদলানি (Pooja Dadlani)। বাদশা-র পাশে দাঁড়িয়েই হাত জোড় করে প্রার্থনা করলেন পূজা। মুহূর্তে এক ফ্রেমে ধরা পড়ল গোটা ভারতবর্ষ। সেই ছবি ভাইরাল হতেই আবেগে ভাসল দেশ। রবিবার সন্ধে থেকেই সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে শেয়ার হতে থাকে সেই ছবি। শেয়ার করে অধিকাংশই লিখেছেন 'এই-ই আমাদের ভারতবর্ষ'।
লতার সঙ্গে শৈশবের ছবি শেয়ার করলেন আশা, দিদিকে হারিয়ে স্মৃতিতে ডুব বোনের