এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত শঙ্কর মিশ্রকে। এবার দিল্লি আদালতে দায় ঝেড়ে সম্পূর্ণ উল্টো সুরে গান ধরলেন শঙ্কর। আদালতে শুক্রবার, শঙ্কর দাবি করেন তিনি নন বরং ওই বৃদ্ধা সহযাত্রীই প্রস্রাব করে ফেলেছিলেন। নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে, শঙ্কর আরও জানান কত্থক নৃত্যশিল্পীদের এমন রোগ থাকে তাঁরা প্রস্রাব করে টের পান না।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে এয়ার ইন্ডিয়ার এই ঘটনা। গত ২৬ নভেম্বর নিউইয়র্কের বিমানে এই ঘটনা ঘটিয়েছিলেন অভিযুক্ত শঙ্কর। বৃদ্ধার অভিযোগ, প্রথমে তাঁর অভিযোগকে কোনও আমলই দেয়নি এয়ার ইন্ডিয়া। পরে সোশাল মিডিয়ার হইচই হতে কেন্দ্র এবং এয়ার ইন্ডিয়া দু জনেই বিষয়টি গুরুত্ব দেয়। এয়ার ইন্ডিয়ার ঘটনার বলেই দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই চাকরি গিয়েছে শঙ্কর মিশ্রর।