শরদ পাওয়ারের দল পেল নতুন নাম ও প্রতীক । শরদ পাওয়ার গোষ্ঠীর তরফ থেকে দেওয়া দলের তিন নামের মধ্যে একটি নাম বেছে নিয়েছে নির্বাচন কমিশন । মঙ্গলবারই কমিশন জানিয়ে দিয়েছিল ভাইপো অজিত পাওয়ারই 'আসল NCP' । দলের নাম ও প্রতীকে কোনও অধিকার নেই শরদ পাওয়ার । এদিকে, বুধবারই শরদের দলের নতুন নামও নির্বাচিত হয়েছে । দলের নাম হচ্ছে 'ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ার’।
মহারাষ্ট্রের আসন্ন রাজ্যসভা নির্বাচনকে মাথায় রেখে কমিশন শরদ পাওয়ার গোষ্ঠীকে তিনটি নাম প্রস্তাব করতে বলেছিল । বুধবার, শরদ পাওয়ার কমিশনের কাছে যে নামগুলি প্রস্তাব করেছে , সেগুলি হল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ার,ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শারদরাও পাওয়ার এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ার । সেক্ষেত্রে প্রথম নামটি বেছে নিয়েছে নির্বাচন কমিশন ।
মঙ্গলবার কমিশন নির্দেশ দেয়, 'আসল এনসিপি' অজিত পাওয়ার । সেইসঙ্গে, বৃহস্পতিবারের মধ্যে শরদ পাওয়ারের কাছে নতুন দলের নাম এবং প্রতীক সংক্রান্ত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । একদিন আগেই বুধবার ঠিক হয়ে যায় নতুন নাম । তবে, NCP-র অধিকার অজিত পাওয়ারের হাতে যাওয়ায়, তা ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল । 'এনসিপি'-র অধিকার প্রাপ্ত অজিত পাওয়ার আসলে বিজেপির সহযোগী ।