রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে এনসিপি নেতা শরদ পওয়ারের নামেই অনড় বিরোধী শিবির। বুধবার দিল্লিতে বৈঠক শেষে একথাই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, প্রতিটি বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবেই প্রার্থী হিসাবে শরদ পওয়ারের নামেই সম্মতি জানিয়েছে। এদিন দিল্লিতে তৃণমূল নেত্রী ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ডান-বাম সব দল। শেষ বেলায় এই বৈঠকে ছিল ডিএমকে।
কথা ছিল, তৃণমূল নেত্রীর ডাকা এই বৈঠকে যোগ দেবে ২২ বিরোধী দল। কিন্তু বৈঠকের কিছু আগেই তাদের না থাকার কথা জানিয়ে দেয় আপ, টিআরএস, বিজেডি এবং অকালি দল। মমতার বৈঠকে কংগ্রেসের যোগ নিয়ে আপত্তি জানায় তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস।
এই পরিস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরেই তৃণমূল নেত্রী জানান, প্রথম দফার বৈঠক ইতিবাচক হয়েছে। সব বিরোধীরাই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বর্ষীয়ান শরদ পওয়ারের নামই প্রস্তাব করেছে। তাঁরা এখনও বর্ষীয়ান এই নেতাকে বোঝানোর চেষ্টা করছেন। যদি পওয়ার শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে না দাঁড়ান, সেক্ষেত্রে ফের বৈঠক করে প্রার্থীর নাম ঘোষণা করবে বিরোধী শিবির।
ইতিমধ্যেই প্রার্থী হিসাবে তাঁর অনীহার কথা প্রকাশ করেছেন পওয়ার। মঙ্গলবার দিল্লিতে গিয়ে তাঁকে বোঝানোর কাজ শুরু করেন তৃণমূল নেত্রী স্বয়ং। পওয়ার যে নিজের জায়গায় অনড়, তা এদিন মমতার ইঙ্গিতেই স্পষ্ট।