তিন দিন পরেই সিদ্ধান্ত বদল। শুক্রবার সন্ধ্যায় ইস্তফাপত্র প্রত্যাহার করলেন শরদ পওয়ার। জানিয়ে দিলেন, আপাতত দলের সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাবেন তিনি।
গত ২মে মঙ্গলবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি তথা এনসিপি দলের প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পাওয়ার। কিন্তু তাঁর সেই ইস্তফার সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারেননি এনসিপি নেতৃত্ব এবং সাধারণ কর্মী-সমর্থকরা। এরমধ্যেই আচমকা সিদ্ধান্ত বদল করলেন তিনি।
মঙ্গলবার নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে শরদ পাওয়ার জানিয়েছিলেন, "রাজ্যসভায় আমার ৩ বছরের মেয়াদ বাকি আছে। এর মধ্যে আমি নির্বাচন লড়ব না। ১৯৬০ সালে রাজনৈতিক জীবন শুরু হয়। সোমবার মে দিবস ছিল। এরপর রাজনৈতিক জীবনে অবসর। কোথাও থামা উচিত।"