পাটনার পরে এবার বেঙ্গালুরু৷ বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি (Opposition Meeting)। কিন্তু ১৭ জুলাই থেকে শুরু হওয়া সেই মহাবৈঠকের প্রথমদিনে গরহাজির থাকতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar)। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বৈঠকে অংশ নেবে কুড়িটিরও বেশি বিজেপি বিরোধী রাজনৈতিক দল।
দু'দিন আগে শরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর ভাইপো অজিত পাওয়ার সহ এনসিপির বিদ্রোহী গোষ্ঠীর নেতারা। সম্প্রতি এনসিপিতে ভাঙন দেখা দিয়েছে। অজিত-সহ একঝাঁক নেতা যোগ দিয়েছেন বিজেপি এবং একনাথ শিণ্ডেপন্থী শিবসেনার মহারাষ্ট্র সরকারে। তারপরেই জানা গিয়েছে বিরোধী বৈঠকের প্রথমদিনে শরদ পাওয়ারের না থাকার সম্ভাবনা বেশি।
Bengaluru Opposition Meet : বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে মমতা, বৈঠকে থাকছে আপ-ও
এনডিটিভি জানিয়েছে, শরদ এবং তাঁর কন্যা সুপ্রিয়া সুলের বিরোধীদের মহাবৈঠকে যোগ দেওয়ার কথা। প্রথমদিন না থাকলেও দ্বিতীয় দিন, ১৮ জুলাই বৈঠকে অংশ নিতে পারেন মারাঠা স্ট্রংম্যান শরদ।