শিনা বোরা বেঁচে আছেন বলে ফের দাবি করলেন দু'জন আইনজীবী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তাঁদের দাবি, গুয়াহাটি বিমানবন্দরে শিনাকে দেখা গিয়েছে। এই দাবির প্রেক্ষিতে বিমানবন্দরের CCTV ফুটেজ চাইল মুম্বইয়ের CBI বিশেষ আদালত।
কয়েকদিন আগে আইনজীবী সাভিনা বেদি সাচার দাবি করেন, তিনি এবং তাঁর সঙ্গী বিমানবন্দরে এমন একজনকে দেখেছেন, যিনি অবিকল শিনা বোরার মতো দেখতে। মোবাইলে সেই তরুণীর ছবি এবং ভিডিও তোলেন তাঁরা। এরপর শিনা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণীকে সেই ভিডিও দেখান তাঁরা৷ ইন্দ্রাণীও ভিডিও দেখে দাবি করেন, ওই তরুণীই তাঁর মেয়ে শিনা।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও ইন্দ্রাণী দাবি করেছিলেন, শিনা জীবিত, তাঁকে কাশ্মীরে দেখা গিয়েছে।
ইন্দ্রাণীর নতুন দাবির প্রেক্ষিতে আদালত গত ৫ জানুয়ারি ভোড় সাড়ে ৫টা থেকে ৬টার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে।
২০১২ থেকে নিখোঁজ ছিলেন শিনা। ২০১৫ সালে প্রথম খবরের শিরোনামে উঠে আসে শিনা বোরা হত্যাকাণ্ডের কথা। মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণীর প্রথম পক্ষের মেয়ে শিনা৷ যদিও তিনি শিনাকে নিজের বোন বলে পরিচয় দিতেন। ২০১৫ সালে অন্য একটি মামলায় মুখোপাধ্যায়দের প্রাক্তন ড্রাইভার শামভর রাইকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তিনি জানান, শিনাকে খুন করে রায়গড় জঙ্গলে দেহ লোপাট করেছেন ইন্দ্রাণী এবং তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। এরপর পিটার, সঞ্জীব, ইন্দ্রাণীকে গ্রেফতার করা হয়। ইন্দ্রাণী অবশ্য বার বার দাবি করে আসছেন যে, শিনা বেঁচে আছেন।