দেশ ছেড়ে বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্য কোনও দেশে তিনি আশ্রয় নেবেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, দেশ ছাড়ার আগে দুটি ট্রলি সঙ্গে নিয়েছিলেন তিনি। বর্তমানে সেগুলিই নিজের কাছে রেখেছেন হাসিনা। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-তে ওই প্রতিবেদন প্রকাশ হয়েছে।
কী কী রয়েছে?
NDTV-র ওই প্রতিবেদনে জানা গিয়েছে, শেখ হাসিনার সঙ্গে যে দুটি ট্রলি রয়েছে তার মধ্যে একটিতে তাঁর পোশাক এবং অন্যটিতে কিছু জরুরি কাগজপত্র রয়েছে। যদিও ওই নথিগুলি কীসের নথি তা জানা যায়নি।
NDTV-র ওই প্রতিবেদনে প্রকাশ নির্বাচন কমিশনকে দেওয়া হিসেবে বাংলাদেশি মুদ্রা অনুযায়ী হাসিনার মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩৬ লাখ টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি ১৪ লাখ টাকার সমান।
এদিকে হাসিনা দেশ ছাড়ার পরেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। গণভবনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। আওয়ামী লিগের একাধিক কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নি সংযোগেরও ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে সংখ্যালঘুদের উপরেও হামলার অভিযোগ উঠেছে।
বিগত প্রায় ২ মাস ধরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে আন্দোলনকারীদের সর্বশেষ দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং সরকার বদল। পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি।
এদিকে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হতে চলেছে বাংলাদেশে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হবেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন।