বিজেপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ তুলে অবিজেপি মুখ্যমন্ত্রীদের (United of non bjp cms) একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার তাঁর ডাকে সাড়া দিয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট করার উদ্যোগ নিল শিবসেনা (Shiv Sena) ।
সূত্রের খবর, রবিবার শিব সেনার তরফে মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) জানিয়েছেন, মহারাষ্ট্রের জোট সরকারের শরিক এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কথা হয়েছে তাঁদের । মুম্বইয়ে খুব শীঘ্রই অবিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করা হচ্ছে । সকল বিরোধীকে এক আলোচনার টেবিলে আনার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গিয়েছে । তবে নবান্নের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন, BJP-TMC: বিষ দিতে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে, বিজেপি বিধাযকের দাবিতে তোলপাড় রাজনীতি
মার্চ মাসের শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অবিজেপি মুখ্যমন্ত্রীদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন । সেই চিঠিতে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে লেখেন, এই দল গণতন্ত্রের উপর সরাসরি আঘাত আনছে । বিরোধী রাজ্যগুলিতে সিবিআই (CBI) সক্রিয়তা, বিরোধীদের সম্মতি ছাড়া সংখ্যাধিক্যের জোরে একাধিক আইন সংশোধন করে নেওয়ার মতোও অভিযোগ তোলেন তিনি । এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব । তাঁর মতে, বিরোধীরা একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব হবে ।
মমতার ডাকে সাড়া দিয়ে শিবসেনা-এনসিপি দুজনের উদ্যোগেই এবার গোল টেবিল বৈঠক বসতে পারে বিরোধীদের । দেশের পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল দেখেই এই আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে । এর আগেও বিরোধীদের একজোট করার উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, কোনও লাভ হয়নি । বর্তমানে অবিজেপি মুখ্যমন্ত্রীদের জোট হলে, তা কতটা ফলপ্রসূ হবে, সেটা সময়ই বলবে ।