পেট থেকে পড়েই শুরু হয়ে গিয়েছিল বাঁচার লড়াই। পুণের নবজাতক শিশু কন্যা শিবন্যার ওজন হয়েছিল ৫০০ গ্রামেরও কম। হাতের তালুতে ধরা যেত তাঁকে। দৈর্ঘ্য ছিল মাত্র ৩০ সেন্টিমিটার। ২০২২ সালের মে মাসে ২৪ সপ্তাহে জন্ম হয়েছিল তাঁর। জন্মের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল এই 'ক্ষুদ্রতম শিশু'।
Covid 19 in India: বিদেশ ফেরত ১২৪ যাত্রীই করোনা আক্রান্ত, ৪০ যাত্রীর ওমিক্রনের নতুন উপসর্গ
কিন্তু এরপরেই হল মিরাকল। আধবোজা ছোট্ট ছোট্ট চোখের ভাষা বুঝতে পেরে লড়াই ছাড়েননি চিকিৎসকরাও। সমস্ত প্রতিকূলতাকে জয় করে এতগুলো মাস পর শিবন্যার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ টানা প্রায় ৯৪ দিন বাচ্চাটিকে নিওনেটাল কেয়ার ইউনিটে (Neonatal Care Unit) রেখে চলে চিকিৎসা। চলে উচ্চতরঙ্গের ভেন্টিলেশন (Ventilator)। অবশেষে ৯৪ দিন পর তার ওজন দাঁড়ায় ২.৩ কেজি। শিবন্যাকেই 'পৃথিবীর ক্ষুদ্রতম নবজাতক' বলে চিহ্নিত করছেন চিকিৎসকরা।