বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের (Maharashtra Floor Test) মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (CM Uddhav Thackray)। রাজ্যপাল ওইদিন সকাল ১১টায় আস্থাভোটের জন্য বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু আস্থা ভোটের বিরোধিতা করে বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছে শিব সেনা (Shiv Sena)।
আস্থা ভোটের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে বৃহস্পতিবার সকাল ১১টায় অধিবেশন ডাকার নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু বুধবার ফের পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। এবার আস্থা ভোটের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতরা। বুধবারই আদালতে এর শুনানি হতে পারে।
আরও পড়ুন: জল্পনা শেষ, ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক
এদিকে একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা এখন অসমে আছেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে মুম্বই ফেরার কথা তাঁদের। বুধবার সকালে গুয়াহাটির এক মন্দিরে যান বিধায়করা। একনাথ শিন্ডে সেখানেই জানান, বৃহস্পতিবার তাঁরা মুম্বইয়ে ফিরছেন।এদিকে আস্থাভোটের আগে উদ্ধবের চিন্তা এনসিপির দুই বিধায়ক। সূত্রের খবর, দুই বিধায়ক কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে বৃহস্পতিবার আস্থাভোট হবে কিনা, তা এখন পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির ওপর।