গত কয়েকদিন ধরেই সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। চাপানউতর চলছিলই। এর মাঝেই টুইট বার্তায় প্রথমবার মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তবে সম্পর্ক নয় এক্কেবারে অন্য প্রসঙ্গে টুইট করেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘‘নতুন দিন, নতুন চ্যালেঞ্জ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলব। পেশোয়ার জালমির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে থাকবে। এ বার আরও এক বার নতুন করে শুরু করব।’’
অর্থাৎ এর থেকেই পরিস্কার তিনি পাকিস্তানের সুপার লিগে খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত সানিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছুই বলেননি তিনি। ২০১০ সালে সানিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শোয়েব। শোনা যাচ্ছে, এই ১২ বছরের সম্পর্কে এবার পড়তে পারে ইতি। এখন থেকেই নাকি এক ছাদের তলায় থাকছেন না সানিয়া-শোয়েব৷ হাওয়ায় খবর ভাসছে, শোয়েবের নাকি অন্য নারীসঙ্গ রয়েছে৷
ছেলে ইজহানের দায়িত্ব দুজনেই নিয়েছেন বলে খবর। যদিও কিছুদিন আগেই সানিয়ার সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শোয়েব৷ কিন্তু সানিয়ার প্রোফাইলে সেসবের চিহ্ন নেই৷