বেঙ্গালুরুর নামকরা লুলু মলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যায়, গেমিং জোনে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা, এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করে চলেছেন। ভিড়ের মধ্যে প্রথমটায় খানিকটা ঠাওর করতে পারেননি ওই মহিলা। কিন্তু দূর থেকে মলে উপস্থিত থাকা এক ব্যক্তি এই আচরণ ভিডিও করেন।
LPG price hike: নভেম্বরের শুরুতেই ধাক্কা, ১০০ টাকার বেশি দাম বাড়ল LPG সিলিন্ডারের!
টের পাওয়া মাত্রই ওই ব্যক্তি তৎক্ষণাৎ মল ছেড়ে বেরিয়ে যান। এরপর এক জনৈক ব্যক্তি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেঙ্গালুরু পুলিশকে মেনশন করেন। তারপর থেকেই ঝড়ের গতিতে এই ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ সংশ্লিষ্ট ধারায় এফআইআর নথিভুক্ত করেছে এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে।