ভেঙে গেল চলন্ত বাসের মেঝে। যার ফলে নিজের আসনে বসা এক যাত্রী ভাঙা অংশের মধ্যে দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রাস্তায়। কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি। ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। এই দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। @BJP_Trends নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিয়োটি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই সরকারি বাসকে ঘিরে অজস্র মানুষের সমাগম হয়েছে। যাত্রীর আসনের নিচের ভাঙা অংশটিও দেখা যায় ভিডিয়োতে। জানা গিয়েছে, স্টপেজে নামার জন্য ওই মহিলা যাত্রী নিজের আসন থেকে উঠে দাঁড়ানোর পরই দুর্ঘটনা ঘটে। ফলস্বরূপ, তিনি বাসের মেঝে ভেঙে নিচে পড়ে যান। বাসের গতি সেই সময় কম থাকায় খুব বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই যাত্রী।
দুর্ঘটনার গুরুত্ব যাচাই করে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে, তার মধ্যেও প্রশ্ন উঠেছে যে, পরিবহণ দফতরের কাছে বাসের কর্মীদের তরফ থেকে বাসের রীতিমত ধুঁকতে থাকা অবস্থা নিয়ে কেন আগে থেকেই কোনও অভিযোগ জানানো হয়নি।
এই ঘটনার পর রাজ্য সরকারকে বিঁধেছেন তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাই। সাধারণ মানুষের দৈনন্দিন সুরক্ষার বিষয়ে তামিলনাড়ুর ডিএমকে সরকার আসলে কতটা নিষ্ক্রিয়, তা এই ঘটনা থেকেই স্পষ্ট, বলেন তিনি।