দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডে এই মুহুর্তে তোলপাড় দেশ। অভিযুক্ত আফতাব পুনাওয়ালা তার প্রেমিকা শ্রদ্ধাকে হত্যা করে তার নিথর দেহ ৩৫ টুকরোয় কেটে ছড়িয়ে দিয়েছিলেন দিল্লির বিভিন্ন অঞ্চলে। সম্প্রতি একটি CCTV ফুটেজ হাতে এসেছে দিল্লি পুলিশের। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ভিডিওটি ১৮ অক্টোবরের।
ভিডিওতে দেখা যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে এক যুবক ভোররাতে হেঁটে যাচ্ছেন দিল্লির রাস্তা দিয়ে। দিল্লি পুলিশের অনুমান এই যুবকই আফতাব। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা।
আরও পড়ুন: দিল্লি পুলিশের হাতে ধারাল অস্ত্র, তাতেই কি শ্রদ্ধার দেহ?
CCTV ফুটেজে ওই যুবক শ্রদ্ধা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আফতাবই কী না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের অনুমান যুবকের কাঁধের ব্যাগেই ছিল শ্রদ্ধার দেহাংশ। ব্যাগ নিয়ে যুবক কোথায় গিয়েছিলেন খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দিল্লি পুলিশ। এখনও মেলেনি আফতাবের করা শ্রদ্ধার শরীরের ৩৫ টুকরো। ফলত এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তার দেহ। তবে কোন ধারাল অস্ত্রে শ্রদ্ধার নিথর দেহ টুকরো করেছিলেন আফতাব তার খোঁজ চালাচ্ছিল দিল্লি পুলিশ। শনিবার একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই অস্ত্র দিয়েই শ্রদ্ধার দেহ কেটেছিল আফতাব।