শ্রদ্ধাকে রাগের মাথায় খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছিলেন অভিযুক্ত আফতাব পুনাওয়ালা৷ এবার মেয়ের খুনের বিচার চেয়ে আফতাবের ফাঁসি চাইলেন শ্রদ্ধা ওয়ালকরের বাবা বিকাশ মদন ওয়ালকর। আফতাবের পরিবারের সদস্যদেরও তদন্তের আওতায় আনা উচিৎ বলে দাবি জানিয়েছেন তিনি।
শ্রদ্ধা হত্যার পর শুক্রবার প্রথমবারের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ আক্ষেপ প্রকাশ করে জানান, পুলিশ আগে তৎপর হলে হয়ত আজ তাঁর মেয়েটা বেঁচে থাকত৷
পুলিশি অসহযোগিতারও অভিযোগ আনেন বিকাশ। তাঁর অভিযোগ, গোড়ায় শ্রদ্ধার নিখোঁজ হওয়ার ঘটনা জানালেও পুলিশ কার্যত হাত গুটিয়ে বসেছিল। মহারাষ্ট্রের মানিকপুর এবং বসই থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে তিনি আরও বলেন আজ তাঁর মেয়ের সঙ্গে যা হয়েছে তা যেন অন্য কারও সঙ্গে না হয়।