শ্রদ্ধা হত্যাকাণ্ডে ধৃত আফতাব পুনেওয়ালাকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল্লির সাকেত আদালতের। ছতরপুরের ফ্ল্যাটে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করার অভিযোগ আফতাবের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পুলিশ শনিবার আফতাবের পলিগ্রাফ টেস্ট করিয়েছে। কীভাবে খুন করেছিল, খুনের পর কী করেছিল, সব বিশদে প্রশ্ন করা হয়েছে তাকে। তদন্তকারীদের দাবি, আগেই পলিগ্রাফ পরীক্ষার প্রশ্নের মহড়া দিয়েছিল আফতাব। সোমবার আফতাবের নারকো টেস্ট করা হবে।
এরই মধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন, শ্রদ্ধাকে হত্যা করার পর এক মহিলার সঙ্গে যোগাযোগ করত আফতাব। NDTV-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সেই মহিলা একজন মনোবিদ। যে ডেটিং প্ল্যাটফর্মে শ্রদ্ধার সঙ্গে পরিচয়, সেখানেই এই মহিলার সঙ্গে আলাপ হয় আফতাবের।