দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যার তদন্তে (Shraddha Murder Case) নতুন প্রমাণ পেল পুলিশ। ডিএনএ পরীক্ষার রিপোর্ট (DNA Report) বলছে, দিল্লি সীমান্তে মেহরুলির জঙ্গলে যে হাড়ের টুকরো ও চুলের নমুনা পাওয়া গিয়েছিল, তা শ্রদ্ধার। খুনের পর দেহ লোপাটের জন্য টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় জঙ্গলে।
মেহেরুলির জঙ্গলে শ্রদ্ধার দেহাংশ ফেলেছিল তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। তদন্তকারীরা আগেই এই অনুমান করেছিলেন। তবে কোনও প্রমাণ ছিল না। ডিএনএ পরীক্ষার রিপোর্টে এবার প্রমাণ পেয়ে গেলেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: শ্বাসনালীতে সংক্রমণ, ফের দিল্লির হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার সাগর প্রীত হুডা জানিয়েছেন, জঙ্গল থেকে পাওয়া হাড়, চুলের নমূনা থেকে ডিএনএ বের করা যায়নি। কিন্তু হাড়ের মাইটোকন্ড্রিয়াল প্রোফাইলে কিছু নমুনা শ্রদ্ধার ডিএনএ-এর সঙ্গে মিলে গিয়েছে। অটোপসি রিপোর্টের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ।