জেলে বসে বই পড়ে সময় কাটাচ্ছে শ্রদ্ধা ওয়ালকার খুনের (Shraddha Walker Murder) ঘটনায় মূল অভিযুক্ত আফতাব পুণাওয়ালা (Aftab Poonawalla) । এখন তিহাড় জেলে বন্দী আফতাব । সম্প্রতি, জেল কর্তৃপক্ষের কাছে বই পড়ার আবেদন জানায় সে । তার পছন্দ মতোই পল থেরাক্সের ভ্রমণ কাহিনী ‘দ্য গ্রেট রেলওয়ে বাজার’ বই তাকে দেওয়া হয়েছে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আফতাবকে সবসময় কড়া নজরদারিতে রাখা হয়েছে । তার উপর হামলার আশঙ্কা রয়েছে । তাই সব প্রোটোকল মেনে নজর রাখা হচ্ছে । জেল সূত্রে খবর, আফতাব এখন ইংরেজি উপন্যাস এবং অন্যান্য বই পড়তে চেয়েছে। সাহিত্যিক কর্মকাণ্ডেও লিপ্ত হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে । জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, "আপাতত, আমরা তাকে আমাদের লাইব্রেরি থেকে পল থেরাক্সের 'দ্য গ্রেট রেলওয়ে বাজার' বইটি দিয়েছি । পরে তাকে আরও বই সরবরাহ করা হবে ।