অবশেষে কর্নাটকে সরকার গঠন করল কংগ্রেস। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া। উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। গত কয়েকদিনের টালবাহানার পর এদিন কান্তিরাভা স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান করা হয়। বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এছাড়াও ছিলেন শরদ পওয়ার থেকে নীতীশ কুমার। এম কে স্তালিন থেকে সীতারাম ইয়েচুরির মতো নেতারা।
নির্বাচনের ফলে বিজেপিকে দক্ষিণ ছাড়া করেই কর্নাটকে ফিরেছিল কংগ্রেস। কিন্তু প্রশ্ন ছিল কে হবেন মুখ্যমন্ত্রী ? দীর্ঘদিন এই সাসপেন্স থাকার পরেই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধারামাইয়ার নামই ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। তারপরেই শুরু হয় শপথের তোড়জোর। কংগ্রেসের সহযোগী দলের নেতাদের এই শপথে আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রণ পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী আগেই জানিয়েছিলেন, তাঁর কাজ আছে, তাই তাঁর প্রতিনিধি হিসাবে বেঙ্গালুরুতে থাকবেন কাকলী ঘোষ দস্তিদার।
এদিন শপথে শিব-সিদ্ধার ক্যাবিনেটে শপথ নিয়েছেন আট পূর্ণমন্ত্রী। তাঁদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা পাঁচ বছর আগেও রাজ্যে মন্ত্রী ছিলেন।