২৬ ফেব্রুয়ারি তারিখটি প্রথমেই ভারতীয় সেনাবাহিনীর জন্য একপ্রকার উৎসর্গীকৃত। ২০১৯ সালে এই তারিখে পুলওয়ামা হামলার 'জবাব' দিয়েছিল ভারত। ২৬ ফেব্রুয়ারি বিমান বাহিনী মিরাজ-২০০০ বিমান নিয়ে নিয়ন্ত্রণরেখা বা এলওসি অতিক্রম করে এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। এই বিমান হামলায় জইশ-ই-মোহাম্মদের বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছিল।
ইতিহাসের দ্বিতীয় পর্বে থাকবে বিনায়ক দামোদর সাভারকরের কথা। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। সাভারকর ১৯৬৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন। একজন বিপ্লবী ছাড়াও বিনায়ক দামোদর সাভারকর ছিলেন একজন লেখক, আইনজীবী এবং হিন্দুত্ববাদী আদর্শের বড় সমর্থক। রত্নাগিরিতে জন্মগ্রহণকারী সাভারকর 'হিন্দু জাতীয়তাবাদী আদর্শের জনক' বলা হয়।
ইতিহাসের তৃতীয় পর্বে থাকবে 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে' হামলার কথা। ১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ত্রাসবাদীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভূগর্ভস্থ গ্যারেজে বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় ছয়জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন। এই আক্রমণে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। যা, পরে মেরামত করা হয়েছিল।