আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই উত্তর সিকিমে আটকে থাকা অধিকাংশ পর্যটককে উদ্ধার করল প্রশাসন। সিকিম প্রশাসন সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এখনও ৯১ জন পর্যটক প্রাকৃতিক বিপর্যয়ে আটকে আছে। প্রশাসন জানিয়েছে, বুধবারের মধ্যেই তাঁদের উদ্ধার করা হবে।
সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই সিকিমে উদ্ধারকাজ শুরু হয়ে যায়। সোমবার ৯ জনকে টুং থেকে উদ্ধার করা হয়। টানা বৃষ্টি ও বারবার ধসের জন্য দফায় দফায় চলছিল উদ্ধারকাজ।
গত ১১ জুন থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। তার ফলে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিম ও জংগুর সংযোগের একটি সেতু ভেঙে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।