প্রবল বৃষ্টি, সঙ্গে ধস। প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে৷ পর্যটকদের প্রিয় গন্তব্য লাচেন ও লাচুং কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক৷ মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী জানিয়েছেন, দুর্যোগের ফলে পাকশেপ ও অম্ভিথাং গ্রাম মিলিয়ে মোট ছ’জনের মৃত্যু হয়েছে।
ধসের ফলে অসংখ্য রাস্তা বন্ধ। বহু বাড়ি ভেঙে পড়েছে৷ মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি ব্রিজটি ভেঙে গিয়েছে। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। কীভাবে ত্রাণ দেওয়া যায় তা ঠিক করতে সোমবার দীর্ঘ বৈঠক করেছেন প্রশাসনিক কর্তারা।
বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এই অবস্থায় বিকল্প পথের খোঁজ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। ছোট গাড়িগুলি আপাতত মানসং-১৭ মাইল-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। বড় এবং ভারী গাড়িগুলি পেডং-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি পৌঁছতে পারবে। মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং জানিয়েছেন, ঘরছাড়াদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।