জল্পনা শেষ। আগামী ১ জুলাই থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার। ফলে এখন থেকে আর এই বস্তুর উৎপাদন, রফতানি, মজুত, বিপনন, বিক্রি কিছু করা যাবে না। ফলে বাজার থেকে হারিয়ে যেতে চলেছে বেলুনে ব্যবহৃত কাঠি, সিগারেটের প্যাকেট, প্লাস্টিকের থালা-বাটি-গ্লাস, মিস্টির বাক্স-সহ একাধিক বিষয়।
গোটা দেশের সঙ্গে রাজ্যেও ১ জুলাই থেকে এই নিয়ম চালু হচ্ছে। কলকাতার পাশাপাশি এই ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচার চালানো হবে হাওড়া, বিধাননগর-সহ একাধিক পুরসভা অ়ঞ্চলে। ইতিমধ্য়ে বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে করেছেন বিভিন্ন পুরসভার কর্তারা। সচেতনতা বাড়াতে কাজে লাগানো হচ্ছে পড়ুয়াদেরও। পুরসভা সূত্রে খবর, প্রথমে সতর্ক করা হবে, তারপর এই বিধি না মানলে কড়া জরিমানা করা হবে।
১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হলে কানাডার পর ভারত হবে দ্বিতীয় দেশ, যারা দেশব্যাপী সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল।