দিল্লি হিংসা মামলায় এক সপ্তাহের জন্য ছাত্র নেতা উমর খালিদের জামিন মঞ্জুর। সোমবার দিল্লির এক আদালত এই অন্তবর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উমরের এই আবেদন ছিল। এদিন বিচারকর অমিতাভ রাওয়াতের নির্দেশ, শর্ত মেনেই উমরের জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই জামিন কার্যকর করা হবে। ৩০ ডিসেম্বর আবার তাঁকে আদালতে আত্মসমপর্ণ করতে হবে।
দু হাজার কুড়ি সালে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ছাত্র নেতা উমর খালিদকে। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে হিংসায় ষড়যন্ত্র করার অভিযোগ করা হয়। ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে এখনও জেলবন্দি এই সমাজকর্মী। এই মাসের গোড়ায় দিল্লির আর একটি আদালত থেকে উমর এবং আর এক ছাত্র নেতা খালিদ সাইফিকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু অন্য একটি মামলায় দু জনকে ফের জেলে রাখা হয়।
সিএএ আন্দোলনের প্রতিবাদে উত্তাল হয়েছিল উত্তর-পূর্ব দিল্লি। সেই হিংসায় মদত দেওয়ার অভিযোগ ওঠে উমর খালিদের বিরুদ্ধে। সেই সময় কিছু তথ্যের ভিত্তিতে দিল্লি হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই হিংসা ছড়াতে মদত ছিল ছাত্র নেতার। সেই ভিত্তিতেই খালিদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করে দিল্লি পুলিশ।