ভয়াবহ পরিস্থিতি সিকিমে। কয়েকদিনের প্রবল বর্ষণে জলস্তর বেড়েছে তিস্তা নদীতে। দার্জিলিং থেকে তিনচুল, লামাহাটা তাকদা যওয়ার রাস্তার অধিকাংশ এলাকা তিস্তার জলে ভেসে গিয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নর্থ সিকিম সহ একাধিক জায়গায় আটকে কয়েক হাজার পর্যটক। কালিম্পং প্রায় বিচ্ছিন্ন।
শুক্রবার সকাল থেকেই নর্থ ও সাউথ সিকিমের বিভিন্ন এলাকায় ধসের নেমেছিল। যার কারণে লিঙ্গসে, পাইয়ংয়ের বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ। এই পরিস্থিতিতে স্যাটেলাইটের মাধ্যমে সিকিমের প্রত্যন্ত এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে।
Read More- প্রবল দুর্যোগ সিকিমে,লাচুং ও লাচেনে আটকে দেড় হাজার পর্যটক, মৃত অন্তত ৬
পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে ইতিমধ্যে শুক্রবার উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ক্ষয়ক্ষতি, ত্রাণ, যোগাযোগ এবং আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।