দুটি লরি এবং একটি বাসের সংঘর্ষে মৃত্যু হল ছ'জনের। ঘটনায় আহতের সংখ্যা ২০। শনিবার ভোররাতে মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার মুসুনুরু এলাকায়।
কীভাবে দুর্ঘটনা?
পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন ভোর প্রায় ২টো নাগাদ মুসুনুরু এলাকায় একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অপর একটি লরি। এবং তারপর সামনে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসে ধাক্কা মারলে বাসটি উলটে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।