সাপের কামড়ে দাদার মৃত্যু। শেষকৃত্যে যোগ দিতে এসে সাপের কামড়ে মৃত্যু ছোট ভাইয়েরও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভওয়ানিপুরে (Uttar Pradesh)। মৃত যুবকের নাম গোবিন্দ মিশ্র। স্থানীয় সূত্রে খবর, সাপের কামড়ে অরবিন্দ মিশ্রের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে বুধবার শেষকৃত্যে আসেন ভাই গোবিন্দ। বুধবার রাতে ঘুমোনোর সময় গোবিন্দকেও একটি সাপ কামড়ে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, গোবিন্দ ছাড়াও ওই পরিবারের আরও এক আত্মীয়কে একটি সাপ কামড়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম চন্দ্রশেখর পাণ্ডে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গ্রামে এসেছিলেন।
আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা রাষ্ট্রপতির সঙ্গেও
ঘটনার পরই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তারা ভওয়ানিপুর গ্রাম পরিদর্শন করেন। স্থানীয় বিধায়ক কৈলাসনাথ শুক্লা পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।